Type Here to Get Search Results !

বিধানসভায় লেখা হবে এবার হাজিরা খাতা,নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

রাতদিন ওয়েবডেস্ক: বহুদিন ধরেই বিধানসভায় উপস্থিত বিধায়কদের উপস্থিতি নিয়ে সংশয় দেখান মাননীয়া। কোন বিধায়ক কখন প্রবেশ করছেন কখন বেরোচ্ছেন কিছুই বোঝা যাচ্ছেনা। তাই এই সংশয়ের সুরাহা করতে এক নতুন পদ্ধতি অবলম্বন করছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় রাখা হয়েছে একটি হাজিরা খাতা। যাতে বিধায়কদের প্রবেশের সময় ও বেরোনোর সময় উভয় লিখে সই করতে হবে।কিন্তু বিধায়কদের একাংশ এর বিরোধিতা করেছে। তাঁদের মতে প্রতিদিনই কোননা কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে যার জন্য বেরোনোর কোনো সময় ঠিক থাকেনা তাই সবসময় সম্ভব নয় খাতা সই করা। এই নিয়মের বিরোধিতা করে ফিরহাদ হাকিম বলেন, “পার্টি বলেছে, তাই সই করছি। কিন্তু আমরা স্কুলে পড়ি নাকি? যে সময় দিয়ে সই করতে হবে। এটার সঙ্গে আমি সহমত নই।" 




ফিরহাদ আরও বলেন, “আমাদের নিজেদেরই দায়িত্ব নিয়ে সচেতন থাকা উচিত। বিধানসভায় আমরা সময়ে আসব। ” তাঁকে সমর্থনকরে মলয় ঘটক বলেন, “আমি তো নিয়মিত বিধানসভায় আসি। আজ পর্যন্ত ১১ বছরে একটা দিনও কামাই করিনি। ” তবে এই নিয়মের সমর্থনে বিধায়ক ইন্দ্রনীল সেন বলেন, “টাইমে ঢুকেছি, টাইমেই বেরিয়েছি। ভালই লাগছে ব্যাপারটা।” বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধায়কদের উপস্থিতি নিয়েসরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপরই এই নিয়ম চালু হয়েছে শুক্রবার থেকে।তিনি বলেন, “না জানিয়ে বিধানসভায় আসছেন না এটা ঠিক নয়। ওরা সবেতেই ভোট চায়। ওদের চিমটি কাটা স্বভাব। ওরা রাম চিমটি দিলে আপনি শ্যাম চিমটি দেবেন। কাজ করতে হবে। নিজেকে অহংকারী ভাববেন না।" এর আগেও বিধায়কদের উপস্থিতি চোখে পড়েছে মানোনিয়ার ভৎসনা ও করেছেন তারপর কিছুদিন সব ঠিকঠাক চললেও আবারও ঢিলেমি শুরু হয়ে যায় তাই এবার কড়াকড়ি ভাবে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে এই নতুন নিয়মেই চলবে তৃণমূল পরিষদীয় দল। কতক্ষণ বিধানসভায় কাটাচ্ছেন বিধায়ক, মন্ত্রীরা,  তার হিসেব রাখবে এবার দিয়ে পরিষদীয় দল।শুক্রবার থেকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে রাখা থাকবে মন্ত্রীদের হাজিরা খাতা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad