রাতদিন ওয়েবডেস্ক : দেশপ্রাণ মহাবিদ্যালয় রাজ্য সরকারের স্টুডেন্টস উইক প্রোগ্রামের আয়োজন করা হয়। রাজ্য সরকারের স্টুডেন্টস উইক এই প্রোগ্রামটি 2 জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত হবে। আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠান সূচি ছিল নাচ, গান, আবৃত্তি, এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক নোটন সিং, এছাড়া উপস্থিত ছিলে স্বাত্তিকা ওঝা, তাপস ভট্টাচার্য, রাজিব মহাপাত্র, সৌম্য মাইতি,সৌগত প্রধান, তপন পাত্র, সুতপা মহাপাত্র, অর্চনা পন্ডা, মহম্মদ ওমর, অশোক গিরি, ছাত্র সংসদের উপস্থিত ছিলেন নিমাই দাস প্রমূখ।
এই অনুষ্ঠানে নজরুলগীতি, রবীন্দ্র সংগীত, কবিতা ও রবীন্দ্র নৃত্যের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কিংকর পাত্র, মৌমিতা ধাড়া, জয়ন্তী গিরি, স্বর্ণালী মাঝি ও অন্যান্য ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

