সম্প্রতি অভিনেত্রী শুভস্মিতা মুখার্জিকে সোজা কথায় নবাগতা বলা ভুল হবে। আবার এই নায়িকার সম্পর্কে যে কিছু মানুষের ধারণা আছে সেটাও ভুল। কিন্তু এর আগে তিনি কাজ করেছেন কিছু সিনেমা এবং ওয়েব সিরিজেও। ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনয়ের অভিষেক অনেক আগেই হয়ে গিয়েছে। তবে শুভস্মিতা প্রধানত পেশাগত দিক থেকে একজন মডেল। কিন্তু টেলিভিশনে এই ধারাবাহিকটি তার প্রথম কাজ।
জানা যায় ছোট থেকেই কলকাতাতেই বড় হয়েছেন শুভস্মিতা। জিতেছেন বেশকিছু ফ্যাশন শো এর উইনিং মেডেল। টেকনো ইন্ডিয়া থেকে তিনি পড়াশোনা করেছেন। তবে এই অভিনেত্রীর বর্তমান বয়স জানলে চমকে যাবেন। অভিনেত্রীর নিজের দেওয়া তথ্য অনুযায়ী অভিনেত্রীর জন্ম ২০০০ সালে। অর্থাৎ অভিনেত্রীর বর্তমান বয়স ২২ বছর। তবে অভিনেত্রী সাজগোজ করতে এবং ঘুরে বেড়াতে খুব বেশি ভালোবাসেন।